ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ৪ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, ফেব্রুয়ারি ২০, ২০১৮
বেনাপোলে ৪ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক চারটি স্বর্ণের বারসহ আটক ভারতীয় নাগরিক

বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে দুই কেজি ১৫৮ গ্রাম স্বর্ণের ৪টি বারসহ ইসমাইল শেখ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করা হয়।  

ইসমাইল ভারতের চেন্নাইয়ের পুরাতন ওয়াসার পেনপেট থানার সাজ্জামুন্নুসামী গ্রামের সেলিম শেখের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১৪-১১৬৯) যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এসময় ৪টি (২.১৫৮ কেজি) স্বর্ণের বারসহ ইসমাইল শেখ নামের এক পাচারকারী ভারতীয় যাত্রীকে আটক করা হয়। জব্দ স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ৯২ লাখ ৭৯ হাজার ৪শ’ টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেক আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ৪টি স্বর্ণের বারসহ আটক ওই ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এজেডএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।