ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১ র‌্যাবের সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরদিয়া গুচ্চগ্রাম থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আসাদুজ্জামান ওরফে জামাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে সদর উপজেলার চর ইশ্বরদিয়া গুচ্চগ্রাম এলাকায় আসামি জামালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাবের এএসপি হাফিজুল ইসলাম বাবু’র নেতৃত্বাধীন একটি দল।

পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় কোতোয়ালি থানায় আসামির বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।