ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
নীলফামারীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নীলফামারী: নীলফামারীতে ১৯৫ পিস ইয়াবাসহ হাসিবুল ইসলাম রাজু (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১৩, সিপিসি-২)

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে নীলফামারীর পাশ্ববর্তী পঞ্চগড় জেলার সদরের মসজিদপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানানো হয়।

রাজু জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ভবানিগঞ্জ এলাকার ওবায়দুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রিত নগদ ১০ হাজার ৬৪০ টাকা, একটি মোবাইল সেট, দুইটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।