ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

মনোহরগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ নোয়াখালিতে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
মনোহরগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ নোয়াখালিতে উদ্ধার

কুমিল্লা: নিখোঁজের সাতদিন পর নোয়াখালীর চাটখিল উপজেলার একটি পুকুর থেকে মনোহরগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাটগাঁও ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ।

নিতাই দেবনাথ দীর্ঘদিন ধরে লাকসাম পৌর শহরের সোহাগ মৎস খামারের ভেতরে কাজী আবদুর রশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে কুমিল্লার মনোহরগঞ্জের আশিরপাড় বাজারে স্বর্ণ ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র জানান, গত ৭ ফেব্রুয়ারি বিকেলে লাকসাম পৌর শহরের ভাড়া বাসা থেকে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

ওইদিন রাতেই তার ভাই গৌরাঙ্গ দেবনাথ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন লাকসাম থানায়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, এ ঘটনায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে লাকসাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ সভাপতি ছায়েদুল হক জুয়েলসহ চার জনকে আটক করা হয়েছে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে নোয়াখালির চাটগাঁও ইউনিয়ন থেকে নিতাই দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।