ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

শিমুলিয়া ঘাটে তেলের দোকানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, ফেব্রুয়ারি ১১, ২০১৮
শিমুলিয়া ঘাটে তেলের দোকানে আগুন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার লঞ্চ ও সিবোট ঘাটে তেলের দোকানে আগুন লেগে ছয়টি দোকান ও একটি স্পিডবোট পুড়ে গেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ডিজেল অকটেনের তেলের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লঞ্চ ও সিবোট ঘাটের ইজারাদার মার্টিন বাংলানিউজকে জানান, খলিল এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর আকতার এন্টারপ্রাইজ, দুলাল এন্টারপ্রাইজের তেলের দোকান এবং রাজু স্টোর নামে একটি চায়ের দোকানে অাগুন লেগে যায়।  

শ্রীনগর ফায়ার সার্ভিস ইনচার্জ কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ বাংলানিউজকে জানান, খবর পেয়ে শ্রীনগরে ফায়ার সার্ভিস সদরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তেল উত্তোলনকালে পাম্প টোন মেশিন দিয়ে তেল সরবরাহকালে স্পার্কের সৃষ্টি হয় যা আগুন লাগার কারণ। সদর ফায়ার সার্ভিস এবং পোস্তগোলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রনে এসে পড়ে। এতে প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।