ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে ট্রেনের তেল চুরির অভিযোগে ৫ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, ফেব্রুয়ারি ১১, ২০১৮
নাটোরে ট্রেনের তেল চুরির অভিযোগে ৫ যুবক আটক আটক পাঁচ যুবক

নাটোর: নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫। এরআগে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় তাদের আটক করা হয়।

এসময় এক হাজার ৩৮০ লিটার ডিজেল, ৭টি মোবাইল ও সিম কার্ড এবং ৪৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল (২৬), আব্দুস সাত্তারের ছেলে পিন্টু মিয়া (৩৮), পূর্ব পোকান্ডা গ্রামের আকবর আলীর ছেলে শাহেদ আলী (২৪), গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের পলান উদ্দিনের ছেলে খাদেম আলী (২৫) ও পাবনার ঈশ্বরদী উপজেলার আকবর বাড়ি গ্রামের শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী লাল্টু (৩২)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আব্দুলপুর জংশনে বিভিন্ন ট্রেনের তেল চুরি করে আসছিল ওই চক্রটি। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।