ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৮, ফেব্রুয়ারি ৮, ২০১৮
নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান তল্লাশি করছে পুলিশ

সাভার(ঢাকা): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ অভিযানে নেমেছে ঢাকা জেলা পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাভারের আমিনবাজার, ইসলামপুর, বিরুলয়া ব্রিজ, আশুলিয়া ব্রিজসহ বিভিন্ন চেক পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে, সেইসঙ্গে তল্লাশি চলছে ঢাকার প্রবেশমুখে।
 
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বাংলানিউজকে জানান, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সদা জাগ্রত ঢাকা জেলা পুলিশ।

যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছে। রাষ্ট্র ও জননিরাপত্তা নিশ্চিত এবং নাশকতা রোধ করতে বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা পুলিশ, সাভার সার্কেল সবসময় আপোষহীন।

রায়কে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।