ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে ১০ দোকানে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ময়মনসিংহে ১০ দোকানে অগ্নিকাণ্ড আগুনে ১০ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর জিলা স্কুল মোড়ে অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে। এতে তুলা, ওষুধ, মনিহারীসহ ১০টি দোকান পুড়ে গেছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) শেষ রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুর রহমান।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে এখনো কিছ‍ু জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুর রহমান বাংলানিউজকে জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে কমপক্ষে ১০টি দোকানে আগুন লাগে। স্থানীয়রা করে আগুন জ্বলতে দেখে খবর দিলে ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এ অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সবেমাত্র ঘটনাস্থলে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হবে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময় ০৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএএএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।