ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

নওগাঁয় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, ফেব্রুয়ারি ৭, ২০১৮
নওগাঁয় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নওগাঁ: নওগাঁয় বিজিবি মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রসাশক মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার সদর, আত্রাই, রানীনগর, বদলগাছী, মান্দা, মহাদেবপুর এলাকায় ১৬ বিজিবির দুই প্লাটুন সদস্য টহল দিবে।

এবং পত্নীতলা, ধামইরহাট, সাপাহার, পোরশা, নিয়ামতপুর এলাকায় ১৪ বিজিবির এক প্লাটুন বিজিবি সদস্য টহল শুরু করেছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এসব এলাকায় বিজিনি মোতায়েন থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।