ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, ফেব্রুয়ারি ৭, ২০১৮
পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে রফিকুল ইসলাম বেপারি (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ রায় দেন।

রফিকুল ইসলাম বেপারি নেছারাবাদ উপজেলার নান্দুহার গ্রামের মৃত আফসার উদ্দিন বেপারির ছেলে।

জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর দুপুরে র‌্যাব-৮ এর একটি নেছারাবাদ উপজেলার নান্দুহার গ্রামে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম বেপারিকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি কামরুল ইসলাম বাদী স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ২০১৬ সালের ১০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা রফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় নয়জন সাক্ষী দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মো আলাউদ্দিন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আহসানুল কবির বাদল।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।