ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

শ্রীমঙ্গলে মাদকসহ ৫ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, ফেব্রুয়ারি ৭, ২০১৮
শ্রীমঙ্গলে মাদকসহ ৫ বিক্রেতা আটক আটক পাঁচ মাদক বিক্রেতা

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকসহ পাঁচ বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব (র‌্যাব)।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এ তথ্য জানায় র‌্যাব-৯। এরআগে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) উপজেলার ফিনলে চা বাগান ও সুরভী পাড়া থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উদনা গ্রামের আটুনবস্তি এলাকার দুলাল গোয়ালার ছেলে রাজু গোয়ালা (২০), মৃত রগু কর্মির ছেলে আদিত্য কর্মি (১৯), শ্রীমঙ্গল স্টেশন এলাকার বাবুল মিয়া (৫০), সাতগাঁও গ্রামের শেখ সোনা মিয়ার ছেলে আব্দুল কাদের শেখ (২৮), মুচি পট্টি আরামবাগ এলাকার সাধু রবি দাসের ছেলে চন্দন রবি দাস (২২)।

র‌্যাব- ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, আটকদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল, ৪৮ লিটার চোলাই মদ, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড ও দুইটি মেমরি কার্ড উদ্ধার করা হয়।

আটকদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।