ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় আটক ৩

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৩, ফেব্রুয়ারি ৬, ২০১৮
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় আটক ৩

আশুলিয়া (সাভার): আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও একটি ট্রাকসহ তিন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোর পাচঁটার দিকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের টঙ্গাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, একটি ট্রাক দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত সদস্যরা।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি ও অস্ত্র জব্দ করা হয়।

বিস্তারিত তথ্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানানো হবে বলেও জানান এসআই মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।