ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ফেব্রুয়ারি ৫, ২০১৮
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবদল নেতা সাব্বির হোসেন (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাব্বির সখীপুর উপজেলার হতেয়া গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে এবং হাতীবান্ধা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন।

তার পরিবার সূত্রে জানা গেছে, সকালে সাব্বির ডাক্তার দেখাতে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে কালিহাতীর জোকারচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।