ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

রায় নিয়ে আগাম মন্তব্য নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জানুয়ারি ২৮, ২০১৮
রায় নিয়ে আগাম মন্তব্য নয় আইনমন্ত্রী আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া: রায় নিয়ে আগাম মন্তব্য নয়, পেশ করা তথ্য ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

খালেদা জিয়ার মামলার রায়ের দিন ধার্য হওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন।  

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টি আলী কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

 

এসময় মন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত প্রসঙ্গে বলেন, কোর্ট নির্বাচন স্থগিত করেছেন, বিএনপি বলছে, আইন মন্ত্রণালয় স্থগিত করিয়েছে। এটা পাগল ছাড়া কেউ বলতে পারে না। বিএনপি এমন বলে, কারণ তারা তাদের সময়ে এমন কাজ করেছে।

মন্ত্রী আরো বলেন, দেশ এখন উন্নয়নের রেললাইনে উঠে গেছে। পদ্মাসেতু হচ্ছে। বাংলাদেশের স্যাটেলাইট উড়বে মার্চে। বর্তমান সরকারের শাসনামলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। শান্তিপূর্ণ পারমানবিক শক্তি হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়ার ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩৮ শিক্ষার্থীকে এ অনুষ্ঠানে সংবর্ধনা স্মারক দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।