ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

এমপি নাসিমা ফেরদৌসীর গাড়িতে আগুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, জানুয়ারি ২৮, ২০১৮
এমপি নাসিমা ফেরদৌসীর গাড়িতে আগুন এমপি নাসিমা ফেরদৌসীর জ্বলন্ত গাড়িটি

পাথরঘাটা (বরগুনা): জাতীয় সংসদের ৩১৩ (বরগুনা ও ঝালকাঠির) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত গাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

রোববার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে রাজধানীর কদম ফোয়ারা থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় ওই গাড়িতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই ফুলবাড়িয়া স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।

গাড়িতে তার ছেলে মো. মাহমুদুল হাসান তুমান ছিলেন বলে জানা গেছে।

এমপি নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত সহকারী মো. শাহজাদা বিষয়টি নিশ্চিত করে বলেন, সচিবালয় থেকে তুমান কাজ শেষে বাসায় ফিরছিলেন। এসময় হঠাৎ করে গাড়ির সামনের দিকে ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় পথচারীদের চিৎকার শুনে তুমান গাড়িটি ব্রেক করে নেমে পড়েন। গাড়িটির এক-তৃতীয়াংশ পুড়ে গেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ আহসান বলেন, যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপরও নাশকতা কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।