ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় কাস্টমস কর্মচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, জানুয়ারি ২৮, ২০১৮
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় কাস্টমস কর্মচারী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারীতে ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৬) নামে স্থলবন্দর কাস্টমসের এক কর্মচারী নিহত হয়েছেন। 

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহিদুল পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আজিমুদ্দিনের ছেলে।

তিনি বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসে মাস্টরোলে কর্মরত ছিলেন।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রাম যাওয়ার পথে ঘুন্টি এলাকায় শহিদুল ইসলামকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা করা হবে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।