ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মুক্তিপণের বিনিময়ে ফিরে এলো অপহৃত ১৭ জেলে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, জানুয়ারি ২৮, ২০১৮
মুক্তিপণের বিনিময়ে ফিরে এলো অপহৃত ১৭ জেলে

পাথরঘাটা (বরগুনা): অপহরণের ২৪ ঘণ্টা পর সাড়ে সাত লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে অপহৃত ১৭ জেলে।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের মহেশখালী এলাকায় ট্রলারসহ ওই জেলেদের ছেড়ে দেয় দস্যু বাহিনী।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (২৭ জানুয়ারি) ভোর রাতের দিকে পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে সোনারচর এলাকা থেকে এফবি মা-বাবার দোয়া ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে দস্যু বাহিনী।

পরে সাড়ে ৭ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ট্রলার ও ১৭ জেলেকে কক্সবাজারের মহেশখালী এলাকায় ছেড়ে দেয়।

তিনি আরও জানান, মুক্ত হওয়া জেলেরা কক্সবাজারের মহেশখালী এলাকা থেকে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।