ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, জানুয়ারি ২৮, ২০১৮
হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় হায়দার আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

হায়দার মগবাজার নয়াটোলা এলাকার বাসিন্দা ছিলেন।

তার ছেলে হাসান আলী জানান, প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বেরিয়ে হাঁটতে যান হায়দার আলী। পরে তারা খবর পান মগবাজার নয়াটোলা হাতিরঝিল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় হায়দার আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।