ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বাকৃবির অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদের দাফন সম্পন্ন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, জানুয়ারি ২৮, ২০১৮
বাকৃবির অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদের দাফন সম্পন্ন

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদের দাফন সম্পন্ন হয়েছে।  

রোববার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকার বাইতুন নূর জামে মসজিদে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন।

অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ১৯৬৪ সালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি “টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি” থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৭৮ সালে তিনি কৃষি অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগীয় প্রধান ও অনুষদীয় ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।