ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কলমাকান্দায় ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জানুয়ারি ২৫, ২০১৮
কলমাকান্দায় ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক নেত্রকোনার ম্যাপ। ছবি- সংগৃহীত

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

 

আটকরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (৪০) ও ঘোষপাড়া গ্রামের মৃত হরে কৃষ্ণ সাহার ছেলে সত্যজিৎ সাহা (২৫)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে নাজিরপুর ইউনিয়নের ঘোষপাড়া তাদের আটক করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে. এম মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোষপাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় হাবিবুর রহমানকে ৩০ পিস ও ৫৫ পিস ইয়াবাসহ সত্যজিৎকে আটক করা হয়।

মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।