ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, জানুয়ারি ১৫, ২০১৮
চুনারুঘাটে মাদক বিক্রেতার কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার কাঁচা বাজারে কলা বিক্রির আড়ালে মাদক বিক্রির অপরাধে আরব আলী নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি এ দণ্ডাদেশ দেন। আরব আলী উপজেলার আমকান্দি গ্রামের সফর আলীর ছেলে।

ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আরব আলীর দোকানে অভিযান চালিয়ে ৫০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি  ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।