ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ভালুকায় প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জানুয়ারি ১০, ২০১৮
ভালুকায় প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, আগুন

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের স্থানীয় ডিগ্রি কলেজের কাছে ওয়াটার হাউজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানাতে পারেনি।

 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলানিউজকে জানান, প্রাইভেটকারটি ফিডার রোড থেকে মূল রাস্তার দিকে উঠছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের পাঁচ যাত্রী দগ্ধ হন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থাই মারাত্মক নয়।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।