বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
সরকারের চারবছর পূর্তি উপলক্ষে উন্নয়ন ও সাফল্যগাঁথাকে ফুটিয়ে তুলতে বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভাষণটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রচারের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বর্তমান সরকারর চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভি ও দেশ টিভির মাধ্যমে সরাসরি অনুষ্ঠানস্থলে বড় পর্দায় প্রদর্শন করা হবে।
প্রধানমন্ত্রীর ভাষণের কারণে ওই সময়ে সাংষ্কৃতিক অনুষ্ঠানের এদিক-দিক হতে পারে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমআইএইচ/এএ/এসএইচ