ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

সলঙ্গায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৭, জানুয়ারি ১০, ২০১৮
সলঙ্গায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০ পিস ইয়াবাসহ মো. আইয়ুব আলী সরকার (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাতে উপজেলার বাগিচাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। বুধবার (১০ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন পিএসসি আটকের বিষয়টি জানান।

আইয়ুব আলী ওই গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ৯ হাজার ৪৩০ টাকাসহ আইয়ুব আলীকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।