ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

শার্শার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান শান্তি আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, জানুয়ারি ৯, ২০১৮
শার্শার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান শান্তি আর নেই

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার ২ নাম্বার লক্ষণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন শান্তি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

 

গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। দলমত নির্বিশেষে সব মানুষের কাছে তিনি জনপ্রিয় ছিলেন বলেও জানা যায়।

মঙ্গলবার বাদ জোহর ইউনিয়ন পরিষদে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন শান্তির মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, যশোর-১ আসন শার্শা সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও বেনাপোল পৌর মেয়র আশরাফু আলম লিটন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।