ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে দুর্বৃত্তদের হাতে হতাহতদের পরিবারে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জানুয়ারি ৮, ২০১৮
রাঙামাটিতে দুর্বৃত্তদের হাতে হতাহতদের পরিবারে সহায়তা আর্থিক সহায়তা দিচ্ছেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু

রাঙামাটি: রাঙামাটিতে দুর্বৃত্তদের হাতে যুবলীগ নেতা খুন ও আহত কর্মীর পরিবারে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে এককালীন অনুদানের চেক দিয়েছেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্বৃত্তদের হাতে নিহত রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা যুবলীগ নেতা অরবিন্দু চাকমার পরিবার ও আহত বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মারমা, মহিলা লীগের নেত্রী ঝর্ণা খীসার পরিবারকে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে এককালীন সহায়তা হিসেবে প্রায় আড়াই লাখ  টাকার অনুদানের চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, আওয়ামী লীগ অস্ত্রের রাজনীতি করে না। আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে গণতন্ত্র বিশ্বাস করে এবং অসহায় মানুষের পাশে থাকার বিশ্বাস করে। তিনি পার্বত্য চট্টগ্রামে যারা গুম, হত্যা ও সহিংসতা সৃষ্টি করছে তাদের অস্ত্র ছেড়ে দিয়ে মানুষের পাঁশে দাঁড়িয়ে পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।