ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, জানুয়ারি ৮, ২০১৮
উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আরএস রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে মনজিল তালুকদার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজিলের বাড়ি উল্লাপাড়া পৌরসভার নয়ানগাঁতী মহল্লায়।

 

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে আরএস রেলক্রসিং সংলগ্ন রেলপথ ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন মনজিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।