ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লামায় তাবলিগ জামাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, ডিসেম্বর ১২, ২০১৭
লামায় তাবলিগ জামাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় তাবলিগ জামাতে গিয়ে মাতামুহুরী নদীতে ডুবে মুশফিকুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের রুপসীপাড়া ইউনিয়নের মাতামুহুরী নদীর মিশনঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মুশফিক মাদারীপুরের শিবচর পৌরসভার ৫নং ওয়ার্ড নয়াপাড়ার আবদুস সালামের ছেলে।

স্থানীয়রা জানায়, কিছুদিন আগে মুশফিকুর তার বাবাসহ তাবলিগ জামাতের মুসল্লিদের সঙ্গে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী পাড়া জামে মসজিদে আসে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সে অন্যদের সঙ্গে মাতামুহুরী নদীর উত্তর দরদরী নয়াপাড়া এলাকায় গোসল করতে নেমে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।