ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

স্কুলছাত্র আবু সালেহ হত্যার ঘটনায় মামলা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, ডিসেম্বর ১২, ২০১৭
স্কুলছাত্র আবু সালেহ হত্যার ঘটনায় মামলা 

বরিশাল: বরিশালে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ হত্যার ঘটনায় ৮জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে নিহত আবু সালেহ’র মা রহিমা বেগম কোতয়ালি থানায় মামলাটি করেন।  

মামলায় হৃদয়কে প্রধান আসামি করে তার মামাতো ভাই আরমান মৃধা ও মামা দেলোয়ার মৃধাকে আসামি করা হয়েছে।

এই ৩ জনসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, পুলিশ মামলার আসামি দেলোয়ার মৃধাকে গ্রেফতার করেছে।  

অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিউদ্দিন আহমেদ।
 
গত রোববার (১০ ডিসেম্বর) রাতে বরিশাল নগরের শের-ই-বাংলা সড়কে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী আবু সালেহকে একই এলাকার বাসিন্দা ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র হৃদয় রহমান পিটিয়ে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।