ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে ১৩শ' পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, ডিসেম্বর ১০, ২০১৭
নারায়ণগঞ্জে ১৩শ' পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ইয়াবাসহ আটক যুবক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৩শ' পিস ইয়াবাসহ হেলাল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

হেলাল চট্টগ্রাম সাতকানিয়া থানার ডিরাগিরি এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) টুটুল বাংলানিউজকে জানান, মিজমিজি পাগলাবাড়ি এলাকায় অভিযানের সময় হেলালকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে জানায় তার পেটের ভেতরে ২৬টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৩শ’ পিস ইয়াবা রয়েছে। পরে সেগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান এসআই টুটুল।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।