ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বান্দরবানে বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালি-মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, ডিসেম্বর ১০, ২০১৭
বান্দরবানে বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালি-মানববন্ধন বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালি-মানববন্ধন

বান্দরবান: বান্দরবানে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও অন্যান্য কমর্সূচির মধ্যে কবিতা পাঠের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান মানবাধিকার কমিশনের পৌর শাখার সভানেত্রী নীলিমা আক্তার নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, মানবাধিকার কমিশনের সহ সভাপতি মোমেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।