ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

পাবনায় কলেজ শিক্ষক হত্যা চেষ্টার মূল আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, ডিসেম্বর ১০, ২০১৭
পাবনায় কলেজ শিক্ষক হত্যা চেষ্টার মূল আসামি গ্রেফতার

পাবনা: পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রবকে হত্যা চেষ্টার মূল আসামি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পাবনা সদরের ভাড়ালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হাসান পাবনা দিলালপুর মহল্লার  মৃত খবির উদ্দিনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাড়ালা গ্রামে অভিযান চালিয়ে আবুল হাসানকে গ্রেফতার করা হয়।

এরআগে, বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) পাবনা শহরের দিলালপুরে বাড়ির নির্মাণ কাজের সময় এলাকার কয়েকজন চিহ্নিত সমন্ত্রাসী আব্দুর রবের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওইদিন সন্ধ্যায় সন্ত্রাসীরা আব্দুর রবের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুর রবের স্ত্রী রুনা লাইলা বাদী হয়ে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে আব্দুর রব পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।