ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

নড়িয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, ডিসেম্বর ৯, ২০১৭
নড়িয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় লিয়াকত ছৈয়াল (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

লিয়াকত ছৈয়াল উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাশপাড়া গ্রামের মান্নান ছৈয়ালের ছেলে।

তিনি মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মুদি দোকানে ব্যবসা করতেন এবং মধ্য মশুরা গ্রামের কুদ্দুস মুন্সীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

লিয়াকত ছৈয়ালের ছোট ভাই কাওছার ছৈয়াল জানান, রাত ৮টার দিকে ভোজেশ্বর বাজার থেকে মশুরা ভাড়া বাসায় ফেরার পথে বাসার কাছে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা লিয়াকতকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ এহসান শাহ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।