ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে রোকেয়া দিবসে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, ডিসেম্বর ৯, ২০১৭
রাঙামাটিতে রোকেয়া দিবসে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতা সম্মাননা বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা পরিষদের সদস্য মনোয়ারা জসিম। পরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।