ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বীরগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩০, ডিসেম্বর ৩, ২০১৭
বীরগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পাথরঘাটা নদীর শ্মশান ঘাট এলাকা থেকে প্রদীপ পাল (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

প্রদীপ একই উপজেলার বড়হাট নাপিতপাড়া এলাকার পালানু পালের ছেলে।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আককাস আহমেদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।