ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, মার্চ ১, ২০১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে কাঁচপুর সেতু পর্যন্ত কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। 

বুধবার (০১ মার্চ) সকাল থেকেই লাঠিসোটা নিয়ে অবস্থান নেন পরিবহন শ্রমিকরা।  

এসময় শিমরাইল মোড় থেকে কাঁচপুর সেতু পর্যন্ত কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া কোনো পরিবহনই চলতে দেওয়া হচ্ছে না। এমনকি রিকশা, ভ্যানের চাকার হাওয়াও ছেড়ে দেওয়া হচ্ছে।
 
জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী দাবি করেন, কেন্দ্রীয় নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।  
 
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের শিমরাইল ট্রাফিক বক্সে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোল্লা তাসলিম হোসেন জানান, পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।