ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, মার্চ ১, ২০১৭
পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল-ছবি- দিপু মালাকার

ঢাকা: পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (০১ মার্চ) সকালে রাজধানীর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবহন শ্রমিকরা অহেতুক ধমর্ঘট পালন করছেন।

তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আশা করি সমস্যার সমাধান হবে। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। আইনি প্রক্রিয়া ছিলো, তারা সে পথে যেতে পারতেন। আইন-শৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে।  

এছাড়া মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অবশ্যই মামলা হবে।

তিনি আরও বলেন, এ ধমর্ঘটের কারণে হাজার হাজার রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সাধারণ জনগণ দুভোর্গের শিকার হচ্ছেন। তারা অরাজকতা সৃষ্টি না করে উচ্চ আদালতে যেতে পারতেন। এতে যেমন তাদের দাবি পূরণ হওয়ার সম্ভাবনা ছিলো তেমনি জনগণ দুভোর্গ থেকে মুক্তি পেতো।  

তাদের বিষয়টি নিয়ে নৌমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী আলোচনায় বসবেন। তারপর তাদের সঙ্গে আলোচনায় বসা হবে। এতেও যদি ফলপ্রসূ না হয় তাহলে কঠোর অবস্থানে যাবে সরকার, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আদালতের রায়ের বিরুদ্ধে আমাদের কিছু করার নেই জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর যা করা দরকার তার সবই করবে। এ বিষয়ে একটুও ছাড় দেওয়া হবে না। কেননা জনগণের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব তাদের। তবে পরিবহন শ্রমিকরা যা করছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে ২০১৬ সালে দায়িত্ব পালনের সময় বিভিন্ন ঘটনায় নিহত ১২৮ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে অনুদান তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এতে আরো উপস্থিত ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

**পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে ‘অবৈধ’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।