ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক আইয়ূব আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪০, মার্চ ১, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক আইয়ূব আর নেই

ব্রাহ্মণবাড়িয়া: বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি'র ব্রাহ্মণবাড়িয়া জেলার নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম আইয়ূব (৪৭) আর নেই।

বুধবার (১ মার্চ) সকাল ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক আইয়ূব দীর্ঘদিন ধরে ‘লিভার সিরোসিস’ রোগে ভুগছিলেন।

বুধবার বাদ আছর জানাজা শেষে চরচারতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।