ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে ‘অবৈধ’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩০, মার্চ ১, ২০১৭
পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে ‘অবৈধ’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল/ছবি: দীপু মালাকার

ঢাকা: পূর্ব ঘোষণা ছাড়াই দেশজুড়ে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটকে ‘অবৈধ’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, পরিবহন শ্রমিকরা অবৈধভাবে ধর্মঘট পালন করছে। এতে জনগণের দুর্ভোগ হচ্ছে।

বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি।

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার মামলায় ঘাতক বাসের চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কোনো রকম ঘোষণা ছাড়াই মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন শ্রমিকরা। সেই ধর্মঘট বুধবারও চলছে। ধর্মঘট পালনকালে দফায় দফায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে পরিবহন শ্রমিকরা।

তাদের কর্মসূচির কারণে রাজধানীসহ সারাদেশের মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে। অ্যাম্বুলেন্সের গাড়িকে আটক করে রোগীকে পর্যন্ত মারধর করার খবর শোনা গেছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসজে/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।