ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৫, মার্চ ১, ২০১৭
ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ/ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজ

ঢাকা: দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে গণপরিবহন সংকটে নাকাল অবস্থা রাজধানীবাসীর। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীদের দুর্ভোগের যেন সীমা নেই।

মিরপুর ১০ নম্বর এলাকায় গণপরিবহন সংকটের কারণে কর্মস্থলে যেতে গাড়ির অপেক্ষায় সাধারণ মানুষজন। ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ/ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজকোনো যাত্রীবাহী বাস না থাকায় সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস এবং পিকআপভ্যানে করেও গন্তব্যে যাওয়ার চেষ্টা।


ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ/ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজসকাল থেকে পরিবহন ধর্মঘটের কারণে বাস না থাকায় এসএসসি পরীক্ষার্থীসহ চাকরিজীবীরাও গন্তব্যে যেতে সীমাহীন দুর্ভোগে পড়েছে।
ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ/ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজকোনো যানবাহন না পেয়ে রিকশায় করে কর্মক্ষেত্রে যাচ্ছেন মানুষজন। ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ/ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজবাস না থাকায় নির্দিষ্ট গন্তব্যে যেতে পিকআপভ্যানে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে মানুষজনকে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।