ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শেওড়াপাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৬, মার্চ ১, ২০১৭
শেওড়াপাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় মোহাম্মদ সজিব (১৪) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টায় দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০১ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

নিহত স্কুলছাত্রের দুলাভাই মোহাম্মদ বাবু বাংলানিউজকে জানান, পশ্চিম শেওড়াপাড়ায় সজিব তার পরিবারের সঙ্গে থাকতেন। সে হলিক্রিসেন্টে স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। রাতে স্কুলের গলিতে তাকে কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, স্কুল ছাত্রের  মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এজেডএস/এমআইএস/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।