ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তালায় ব্যবসায়ীর বা‌ড়ি‌তে ডাকা‌তি, ১৫ ভ‌রি স্বর্ণ লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৯, মার্চ ১, ২০১৭
তালায় ব্যবসায়ীর বা‌ড়ি‌তে ডাকা‌তি, ১৫ ভ‌রি স্বর্ণ লুট

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় এক ব্যবসায়ীর বা‌ড়ি‌তে ডাকা‌তির ঘটনা ঘটে‌ছে। এ সময় ডাকাতদল ১৫ ভ‌রি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা লুট ক‌রে নি‌য়ে গে‌ছে।

বুধবার (১ মার্চ) গভীর রাতে উপ‌জেলার মহা‌ন্দি গ্রা‌মের সুধাময় বসুর ‌ছে‌লে কল্যাণ বসুর বা‌ড়ি‌তে এ ডাকাতির ঘটনা ঘ‌টে।

ক্ষ‌তিগ্রস্ত কল্যাণ বসু বাংলা‌নিউজ‌কে জানান, রাত ৩টার দিকে আট/নয় জনের একদল ডাকাত তার বা‌ড়ির বারান্দার কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে অ‌স্ত্রের মু‌খে তাদের জি‌ম্মি ক‌রে ফে‌লে।

পরে আলমা‌রি থেকে ১৫ ভ‌রি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা লুট ক‌রে নি‌য়ে যায়। এ ঘটনায় তি‌নি থানায় অ‌ভি‌যোগ দে‌বেন ব‌লে জানান।

এদিকে, সকা‌লে খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তি‌নি বাংলা‌নিউজ‌কে জানান, ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের গ্রেফতারে অ‌ভিযান শুরু হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।