ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে মাদক দ্রব্য ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ময়মনসিংহে মাদক দ্রব্য ধ্বংস  ময়মনসিংহে মাদক দ্রব্য ধ্বংস

ময়মনসিংহ: ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে উদ্ধার করা গাঁজা ও ইয়াবা ধ্বংস করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাঁচারিঘাট এলাকায় উদ্ধারকৃত এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, তারাকান্দা থানার ১১ (২) ১৭ ৩৮ কেজি ও ১৬(২)১৭ মামলার আলামত ৮০ গ্রাম গাঁজা, ভালুকা থানার জিআর ৪৭/১৭ মামলার আলামত ২ হাজার ৯৬ পিস ইয়াবা, ফুলপুর থানার ১২ (২) ১৭ নং মামলার উদ্ধারকৃত আলামত ৮৮০ গ্রাম গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।


মাদক মামলার এ আলামত ধ্বংসের অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস।

এ সময় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত, জুডিশিয়াল পেশকার মো. রাশেদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।