ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকায় আসছেন উইলিয়াম টড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ঢাকায় আসছেন উইলিয়াম টড  উইলিয়াম টড

ঢাকা: চলতি সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টড।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি বলেন, টড শিগগিরই ঢাকা আসছেন।

উইলিয়াম টডের সফর নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে।

এ সফরে উইলিয়াম টড প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক ও অন্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে। কিন্তু তার জন্য যুক্তরাষ্ট্র প্রণীত অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করতে হবে।

এই সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ অবশ্যই আলোচনায় যোগ দিতে পারে। এটি দেওয়ার একমাত্র এখতিয়ার মার্কিন কংগ্রেসের।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
কেজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।