ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
রাজবাড়ীতে মাদক বিক্রেতার কারাদণ্ড

রাজবাড়ী: রাজবাড়ীতে সুমন (২৬) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি আ.ন.ম আবুজর গিফারী এ দণ্ডাদেশ দেন। সুমন জেলা সদরের বানিবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামের আলী আকবরের ছেলে।

আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান শওকত হাসান বাংলানিউজকে জানান, বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে গাঁজা বিক্রিকালে গ্রাম পুলিশ সুমনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।