ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে ৪ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, ফেব্রুয়ারি ২২, ২০১৭
গাজীপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে ৪ জনকে জরিমানা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ী ও লক্ষ্মীপুরা এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে চারজনকে তিন লাখ ৮৫ হাজার ৪শ’ ৬৯ টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।

গাজীপুর পল্লী বিদ্যুৎ (সদর দপ্তর) ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত শিববাড়ী ও লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে শিববাড়ী এলাকার মো. মতিউর রহমানকে এক লাখ ৪৮ হাজার ৬শ’ ৭৩ টাকা, লক্ষ্মীপুরা এলাকার আলা উদ্দিনকে এক লাখ ৭৮ হাজার ৩শ’ ১২ টাকা, একই এলাকার মো. আব্দুল আজিজকে ৩০ হাজার ১শ’ ৩৬ টাকা ও মো. মজিবুর রহমানকে ২৮ হাজার ৩শ’ ৪৮ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।