ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

৬৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুলে শহীদ মিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, ফেব্রুয়ারি ২১, ২০১৭
৬৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুলে শহীদ মিনার ৬৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুলে শহীদ মিনার

ব্রাহ্মণবাড়িয়া: ভাষা আন্দোলনের ৬৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারটি উদ্বোধন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর শহীদ মিনারটি উদ্বোধনের কথা থাকলেও তার পক্ষে জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান নামফলক উন্মোচন করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন ও সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

এসময় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়াও শহরের অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।