ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে বাল‍ুবাহী ট্রলি চাপায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, ফেব্রুয়ারি ২১, ২০১৭
নীলফামারীতে বাল‍ুবাহী ট্রলি চাপায় মা-মেয়ে নিহত

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রলির চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের কেল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের হাছান উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪০) ও তার মেয়ে আশেকা খাতুন (২)।

স্থানীয়রা জানান, উপজেলার তারাগঞ্জ বাজার থেকে বাজার করে রাশেদা বেগম তার মেয়েকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাশেদা ও তার মেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় ওই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ দু’টি উদ্ধার এবং ট্রলিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।