ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

মৃত গরুর মাংস বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, ফেব্রুয়ারি ২১, ২০১৭
মৃত গরুর মাংস বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় মৃত গরুর মাংস বিক্রির দায়ে দুই মাংস ব্যবসায়ীকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভ‍ূমি) আজিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের মোকছেদ আলী (৪৫) ও বড়খাতা এলাকার আব্দুল ওহাবের ছেলে আব্দুল হালিম (৩৫)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ডাবলু বাংলানিউজকে জানান, উপজেলার বড়খাতা হাটে মৃত গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ দুপুরে ওই হাটে অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী মোকছেদ ও হালিমকে আটক করে।

পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক দুই ব্যবসায়ীকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।