ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে বাস দুর্ঘটনায় হেলপার নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৬, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ধামরাইয়ে বাস দুর্ঘটনায় হেলপার নিহত

ধামরাই (ঢাকা): ধামরাইয়ের জয়পুরা এলাকায় একেএস গার্মেন্টসের শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ শ্র্রমিক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাইয়ের সেফ লাইফ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
 
ধামরাই থানার পুলিশ উপপরির্দশক (এসআই) আসলাম বাংলানিউজকে জানান, রাতে জয়পুরা পাল সিএনজি ফিলিং স্টেশনের কাছে সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এসময় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন শিউলি আক্তার, আসমা আক্তার, তাহমিনা আক্তার ও রোজিনাসহ কমপক্ষে ২০ শ্রমিক।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।